বগুড়ায় থাকা

গজারিয়া নদী



গজারিয়া নদীর উৎপত্তিস্থল ররংপুর জেলা। এই নদীটি বগুড়া জেলার উত্তরাংশে প্রবেশ করতঃ জামিরবাড়িয়া হয়ে নারুয়ামালার সন্নিকট আঁচলাইয়ের নিকট ইছামতীর সহিত মিলিত হয়ে ইছামতী নাম গ্রহণ করে ভেলকা নদীতে পতিত হয় ; সেখান হতে নেপালতলী ও গড় দুর্গাহাটার নিকট দিয়া গমনকরতঃ জোড়গাছার সন্নিকট বাঙ্গালী নদীতে পতিত হয়।


পূর্বে এই নদীটি গভীর অনেক চওড়া খোরস্রোতা ছিল, কেননা গজারিয়া নদীর উপরে স্থাপিত ব্রিজের আয়তন দেখে তা অনুমেয়। কিন্তু বর্তমানে পলি পড়ে নদীটি তার নাব্যতা হারিয়ে খালে পরিণত হয়েছে। এ নদীর দৈর্ঘ্য প্রায় প্রায় ৭ মাইল।

এই বিভাগের অন্য খবর

Back to top button