বগুড়া শহরের হাকিরমোড় এলাকায় আগুন

বগুড়া শহরের হাকিরমোড় এলাকায় একটি টিনসেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধা ৬ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে। প্রায় আধা ঘন্টা যাবত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে ।
স্থানীয় সূত্রে জানা যায় যায়, শহরের হাকিরমোড় এলাকায় বাদশা নামের এক ব্যক্তির টিনসেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে,শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। । আগুনে ছড়িয়ে পড়ে পাশের বাড়ি সোহেল নামক এক বাক্তির টিনসেডে ।
আগুন লাগার সংবাদ পেয়ে বগুড়া শহরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন ১ নং ওয়ার্ড এর কাউন্সিলার জনাব সৈয়দ সার্জিল আহমেদ টিপু তিনি বলেন আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পড়িবার কে দশ হাজার টাকা অনুদান দেওয়ার কথা জানায় । কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যস্ত থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
- রাকিবুল ইসলাম