বগুড়ায় থাকা

ভাদাই/ভদ্রাবতী নদী

বগুড়া শহর থেকে ৪/৫ মাইল দক্ষিণ-পশ্চিমে সদর থানার আক্কেলপুর ইউনিয়নস্থ সাবরুল নামক বিল থেকে নির্গত হয়ে অাঁকা বাঁকা পথে খরনা ইউনিয়নের কুন্দাদেগমা, শিবদেগুমা সাতকাউনিয়া, দেগমা, ভাদাইকান্দি, লাতাগাড়ি, গোহাইল ইউনিয়েনের গোহাইল, মাঝহাটা এবং গোহাইল খরনা ইউনিয়নের সীমানা, শেরপুর, নন্দীগ্রাম ও সিংড়া শেরপুর থানা সীমানা বরাবর প্রবাহিত হয়ে সিরাগঞ্জ জেলা তথা চলনবিল অঞ্চলে পতিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ১৬/১৭ মাইল এবং এর তীরে গোহাইল, মাদলবাড়িয়া, পালগাছা, মাঝহাটা ইত্যাদি প্রখ্যাত জনপদ অবস্থিত।

এই বিভাগের অন্য খবর

Back to top button