মানস/মোনাস নদী

সারিয়াকান্দি উপজেলাস্থ পাকুড়িয়া মৌজায় যমুনা নদী থেকে একটি স্রোতধারা মানস/মোনাস নামে বেরিয়ে বাঁকা পথে চরকুমার পার হয়ে ছাগলধারার নিকট উত্তর থেকে আগত বাঙালী নদীর সঙ্গে মিলিত হয়ে মিলিত ধারাটি দক্ষিণ পশ্চিমে একটু বাঁক নেয় এবং ছাইহাটা-কালাইহাটা হয়ে চরকাদহ নদীর সঙ্গে মিশে যায় এবং দক্ষিণ দিকে বেড়েরবাড়ি, বিলচাপড়ী, এলাঙ্গী, খামারকান্দি হয়ে কল্যাণী খানপুর পর্যন্ত অগ্রসর হয় এবং হলহলিয়া বা ফুলজোড় নদী নামে দক্ষিণ দিকে অাঁকাবাঁকা পথে যথাক্রমে চমরপাতালিয়া, আওলাকান্দিত, সুঘাট, ফুলজোড়, ঘাশুরিয়া, মধ্যভাগ, সীমাবাড়ি, হয়ে চান্দাইকোনায় সিরাজগঞ্জ জেলায় পতিত হয়।
অপরদিকে সারিয়াকান্দি থানার সারিয়াকান্দি বাজারের ৪ মাইল দক্ষিণে-পশ্চিম থেকে একটি জলধারা মানস নামে সোজা দক্ষিণ-পশ্চিম কোণ দিয়ে অগ্রসর হয়ে কুতুবপুর দেবী ঘাটের কাছে একটি পরিত্যক্ত নদীখাত দিয়ে চন্দনবাইশা, রক্তদহ, কামালপুর, বেহালা, পাকুড়তলি, নাতাবাড়ি হয়ে ধুনট পৌরসভার চতুর্দিকে একটি ঘূর্ণি খেয়ে শাখাটি পশ্চিমস্থ ফেরীঘাট পার হয়ে কল্যাণীর কাছে পৌঁছে এবং কৃষগোবিন্দপুর হয়ে ইছামতির সঙ্গে মিশে যায়।