বগুড়ায় থাকা

সুখদহ নদী



এ নদীটি স্থানীয় পর্যায়ের এবং ঋতুভিত্তিক সচল থাকে। গাবতলী থানার বালিয়াদিঘী ইউনিয়নস্থ বালিয়াদিঘী মৌজা থেকে বেরহয়ে উত্তর পূর্ব দিকে কিছুদূর অগ্রসর হয়ে সারিয়াকান্দি থানায় প্রবেশপূর্বক উত্তর পূর্ব দিকে কিছুদূর অগ্রসর হয় এবং গাবতলী থানার দুর্গাহাটা ইউনিয়নস্থ দুর্গাহাটায় পুনরায় প্রবেশ করে উত্তর পশ্চিমে কোনাকুনি দুই মাইল প্রবাহিত হয়ে আবার সারিয়াকান্দি থানার ফুলবাড়ি মৌজা হয়ে নারচী ইউনিয়নস্থ নারচী, পরবর্তীতে বাঙালী নদীর সঙ্গে মিলিত হয়েছে। নদীটি আনুমানিক ৮/১০ মাইল দীর্ঘ এবং এর তীরে নারচী একটি পুরাতন জনপদ অবস্থিত। বর্তমানে নদীটি ফুলবাড়ির নিকট একটি খালে পরিণত হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button