জাতীয়

‘বেআইনিভাবে নির্মিত ভবনের নাম পত্রিকায় প্রকাশ করা হবে’

শুধু অবৈধ ভবন নির্মাতা নয়, নজরদারির দায়িত্বে যারা ছিলেন, তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

সোমবার (০১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনার পর শুধু তদন্ত কমিটি গঠন নয়, যারাই অন্যায়ের সঙ্গে জড়িত থাকবেন, তাদের সবাইকে জবাবদিহিতার মুখোমুখি করা হবে।

এ সময় শ ম রেজাউল করিম বলেন, ‘শুধু ভবন নির্মাতারা অপরাধী না। যাদের ওপর নজরদারির দায়িত্ব ছিল, কাজ করেন নাই তারাও অপরাধী। আমরা সকলের বিষয়ে খতিয়ে দেখতে চাই। যে ভবনগুলি বেআইনি এবং অনিয়মের মধ্যদিয়ে হয়েছে তাদের নাম পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করবো। কারণ, দেশবাসীর জানা উচিত।’

এই বিভাগের অন্য খবর

Back to top button