“জনাথন লি রিচেস” বিশ্বের সবচেয়ে মামলাবাজ ব্যক্তি
![](https://boguralive.com/wp-content/uploads/2019/04/55869335_2304698166519450_22482826649665536_n.jpg)
অবাক হওয়ার কিছু নেই। ছবির লোকটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশী মামলাকারী ব্যক্তি যার নাম “জনাথন লি রিচেস। তিনি প্রায় ২৬শ এর উপরে মামলা করেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে।
তথ্যমতে, জনাথন লি রিচেস মার্থা স্টুয়ার্ট, ব্রিটনি স্পিয়ার্স, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, জেফ গর্ডন, মাইকেল ভিক, স্টিভ জবস, বিখ্যাত ব্লগার পেরেজ হিল্টন, এমনকি বিভিন্ন দেশের সেলিব্রিটিদের মতো ব্যক্তির নামেও মামলা করেছেন। সোমালি জলদস্যু থেকে শুরু করে নিজ দেশের ফুটবল দলের গোলকিপারের নামেও মামলা করেছেন তিনি। এ ছাড়াও তিনি অন্য রাজ্যের মামলা যেমন বেনজির ভুট্টো, পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলা করেছেন ।
অবশেষে সবচেয়ে বেশি মামলা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়ে ফেলেন জনাথন লি রিচেস নামের এই ভদ্রলোক। কিন্তু অত্যন্ত মজার বিষয় হলো যে, যখন তিনি শুনলেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছে তখন তিনি তাকে না জানিয়ে কেনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম তুলা হলো এর জন্য গিনেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করেন বসেন।