বগুড়া শহরের ওয়াপদা মসজিদের প্রাক্তন ইমাম ইন্তেকাল

বগুড়া শহরের প্রখ্যাত আলেমেদীন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বগুড়া পানি উন্নয়ন বোর্ড ওয়াপদা জামে মসজিদের সাবেক ঈমাম ও ছোট কুমিরা স্কুল মাদ্রাসা সংলগ্ন মরহুম মুন্সী আমির উদ্দিনের ৩য় পুত্র আলহাজ্ব হযরত মাওলানা মুসা আল-কাতিব শুক্রবার দুপুর ১২ ঘটিকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ………….. রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়ে, পরিবার পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ আসর শহরের আটাপাড়া আল্লামিয়াতলা ঈদগাহ মাঠে ১ম নামাজে জানাযা এবং ২য় নামাজে জানাযা ছোট কুমিরা স্কুল মাদ্রাসা মাঠে বাদ এশা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তিনি ৯০ দশকে পরপর দুইবার জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন। মরহুমের ছেলে মেয়ে তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।