প্রয়োজনীয় তথ্য

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ : ইসলামিক ফাউন্ডেশন

পুণ্য ও সৌভাগ্যের মাস রমজান অতি নিকটে। রমজানের আগমনী আবহে শুরু হয়েছে দেশের মানুষের কাজে-কর্মে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে ২১ এপ্রিল। সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস শুরু হবে ৭ বা ৮ মে। সে হিসাবে ৭ মে রমজান শুরুর সময় ধরে ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি তৈরি করেছেন।

সাহরি ও ইফতারের প্রকাশিত সূচিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর মুফতি ওয়ালীয়র রহমান খান, মুহাদ্দিস মোহাম্মদ আব্দুল্লাহ এবং দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ এর পরিচালক মো. আনিছুর রহমান সরকার স্বাক্ষর রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত ও প্রণীত সাহরি-্ইফতারের সময়সূচি সরকারিভাবে সব ক্ষেত্রে গণ্য করা হয়।

রমজান মাসে দেশের মসজিদগুলোতেও এই সময়সূচি অনুসরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন প্রণীত এবারের রমজানের সাহরি-ইফতারের সময়সূচী। ইসলামিক ফাউন্ডেশন প্রণীত এই সূচিতে সতর্কতামূলক সাহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। সে হিসেবে সুবহে সাদিকের ৩ মিনিট পর ফজরের নামাজের ওয়াক্ত শুরু-ক্ষণ রাখা হয়েছে।

তাই সতর্কতামূলক সাহরির শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দেওয়া হবে। অন্যদিকে সতর্কতামূলকভাবে সূর্যাস্তের পর বাড়তি ৩ মিনিট রেখে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, ৭ মে প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৩৪ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button