বগুড়া সদর পৌরসভা (মিউনিসিপ্যালিটি) বৃত্তান্ত

১৮৬৭ খ্রিষ্টাব্দে ব্রিটিশ আইনের ৫ বিধান মতে বগুড়া সদর পৌরসভা (মিউনিসিপ্যালেটি) ১৮৭৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মিউনিসিপ্যালেটি আইন (Bengal Act iii of 1884) প্রবর্তিত হইবার পর হতে বগুড়া সদর মিউনিসিপ্যালেটিতে নির্বাচন প্রথা প্রবর্তিত হয়।
অত্র মিউনিসিপ্যালেটিতে ব্রিটিশ সরকার কর্তৃক মনোনীত ৬ জন সদস্য ও জনসাধারণ কর্তৃক নির্বাচিত ১৮ জন সদস্য নির্বাচিত হন।
১৮৮৫ খ্রিষ্টাব্দ হতে ১৯৫৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত বগুড়া সদর মিউনিসিপ্যালেটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের তালিকা উপস্থাপন করা হলোঃ
###(Act 1885 অনুসারে)#######
চেয়ারম্যানের * ভাইস চেয়ারম্যান
১. উপেন্দ্র নাথ গাঙ্গুলী বেনী মাধব চাকী।
২. রজনী কান্ত মজুমদার ****মোহিনী মোহন বসু।
৩. রজনী কান্ত মজুমদার **** হীরেদ্র নারায়ণ চক্রবর্তী
৪. বেনী মাধব চাকী হীরেন্দ্র চন্দ্র তালুকদার।
৫. রজনী কান্ত মজুমদার ****সৈঃরিয়াজ উদ্দিন কাজী
৬. রজনী কান্ত মজুমদার *** সৈঃরিয়াজ উদ্দিন কাজী
৭. মন্মথ কুমার বোস হাফিজুর রহমান চৌধুরী
৮. উমেশ চন্দ্র সেন ** হাফিজুর রহমান চৌধুরী
৯. রজনী কান্ত মজুমদার **** হাফিজুর রহমান চৌধুরী
১০.হাফিজুর রহমান চৌধুরী ** ললিত মোহন সান্যাল।
১১.অালতাফ আলী চৌধুরী *** বসন্ত কুমার চক্রবর্তী।
১২.অালতাফ আলী চৌধুরী *** পুর্ন রায় চৌধুরী।
১৩.অালতাফ আলী চৌধুরী *** পুর্ন রায় চৌধুরী।
১৪. সুরেশ চন্দ্র দাস গুপ্ত ***** ডাঃ মফিজ উদ্দিন আহম্মদ।
১৫. নলিন চন্দ্র চক্রবর্তী ****** মোহাম্মাদ আলী চৌধুরী।
#########(Act 1932 অনুসারে)#######
১৬. নলিন চন্দ্র চক্রবর্তী মোহাম্মাদ আলী চৌধুরী।
১৭. পুর্ন রায় চৌধুরী *** আব্দুল বারী।
১৮. ডাঃ যোগেন্দ্র নাথ চৌধুরী ** আব্দুল বারী।
১৯. সিরাজুল হক মরিস * নিত্য গোপাল মজুমদার।
writer: Golam Zakaria Kanak