বগুড়া লাইভ - আপডেট
মাটি-বালু-ইট এনে রাস্তা মেরামত করলো বগুড়ার তরুণরা
সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনা ঘটার পরও সড়কটি মেরামতের উদ্যোগ প্রশাসন না নেওয়াই রাস্তায় নেমেছিলেন আল-ইসলাহ ফাউন্ডেশন এর ২০-২৫ জন তরুণ সদস্যরা।

আজ সকালে তেলিহারা দিক্ষিণপাড়া আল-ইসলাহ ফাউন্ডেশন এর তরুণরা বাঘোপাড়া মহিষবাথান সড়কের ভাঙ্গন মেরামত কাজ করছে।
মাস দু’এক আগের বৃষ্টিতে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দিক্ষিণপাড়া মোড়সংলগ্ন রাস্তায় বিশাল কয়েকটি গর্ত তৈরি হয়েছিল। ওই গর্তে পড়ে সাম্প্রতিক সময়ে দুর্ঘটনার শিকার হয়েছে একাধিক যানবাহন।
সড়কটি মেরামতের উদ্যোগ প্রশাসন না নেওয়াই রাস্তায় নেমেছিলেন আল-ইসলাহ ফাউন্ডেশন এর সদস্যরা।
সংগঠনটির ২০-২৫ সদস্য নিজ উদ্যোগে এই রাস্তা সংস্কার করেছেন। আশপাশের রাস্তা থেকে মাটি, বালু ও ইট এনে রাস্তা মেরামত করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন তেলিহারা ইউপি মেম্বার ও ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি। তাঁরা এমন উদ্যোগের প্রশংসা করেন
- মেহেদী হাসান