গাবতলী উপজেলা

বগুড়ায় মুক্তিযোদ্ধা হত্যায় বাবা-ছেলেসহ পাঁচজনের ফাঁসির আদেশ

বগুড়ার গাবতলী উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা ইয়াসিন মোল্লা হত্যা মামলায় বাবা-ছেলেসহ পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরো চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া জজ আদালতের বিজ্ঞ বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

ফাঁসির আসামিরা হলেন গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের ইসমাইল হোসেন, তার দুই ছেলে মামুন ও জুলফিকার আলী টুটুল, আবদুর রহিম এবং সিরাজুল ইসলাম। পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানাও ধার্য করেন আদালত।

এ ছাড়া মামলার রায়ে দুই আসামি শাহজাহান ও শিপনের সাত বছর জেল ও ১০ হাজার টাকা করে জরিমানা, সোহাগের তিন বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা এবং আরেক আসামি রওশন আলীর ১ বছর জেল ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানা গেছে, ২০০৬ সালের ১৭ জুন বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা ইয়াসিন। ঘটনার পর তার স্ত্রী আনোয়ারা বেগম ১৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। প্রায় একযুগ বিচারকার্য চলার পর বৃহস্পতিবার দুপুরে আদালত মামলার রায় ঘোষণা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button