বগুড়ার বিস্ময়বালক অত্রীর একক চিত্রপ্রদর্শনী চলছে
মানুষের ছবির হুবহু প্রতিরূপ এঁকে তাক লাগিয়ে দিয়েছে মাত্র নয় বছর বয়সী শিশু অত্রী দে। এঁকেছে বঙ্গবন্ধু, ড. মুহম্মদ শহীদুল্লাহ, তিতুমীর, রবীন্দ্রনাথ-নজরুল সহ আরো অনেকের প্রতিকৃতি। শিশুদের প্রিয় অসংখ্য কার্টুন চরিত্রের ছবিও সে এঁকেছে। আরো আছে চিত্র-বিচিত্র সব দৃশ্যাবলী। তার আঁকা হাজার ছবি থেকে কিছু সংখ্যক ছবি নিয়ে প্রদর্শন করা হচ্ছে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে ‘বাংলা মুখ’ আয়োজিত বৈশাখি মেলায়। ১৯ এপ্রিল বিকেলে এই বিস্ময়বালকের আঁকা ছবির প্রদর্শনীর উন্মোচন করেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, বাংলার মুখ-এর উপদেষ্টা সুলতান মাহমুদ খান রনি।
উপস্থিত ছিলেন বাংলার মুখ-এর সভাপতি হাসিবুল হাসান মুন, সহসভাপতি হাকিম এম এ মজিদ মিয়া, শিশুটির মা-বাবা তাপসী দে ও নীলকান্ত দে, হস্তশিল্পী শাফিকুল ইসলাম শাফিক, কবি নুরুজ্জামান বাবু, কবি শুভ ইসলাম, হিমু পরিবহণ বগুড়া শাখার সভাপতি আমির খসরু সেলিম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহিদুর রহমান, যোগাযোগ সম্পাদক ইমরুল কায়েস, সাংস্কৃতিক কর্মী আফসানা মিমি, সাদিয়া জাহান, মোনালী দে প্রমুখ। প্রদর্শনীটির ব্যবস্থাপনা করছে হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহণের বগুড়া শাখা। এটি চলবে ২০ এপ্রিল মেলা চলাকালীন সময় পর্যন্ত।