বগুড়ার আদমদীঘিতে ড্রেনে পড়ে প্রতিবন্ধির মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে স্বাস্থ্য সেবা সপ্তাহ ক্যাম্পে চিকিৎসা নিয়ে মায়ের সাথে বাড়ি ফেরার পথে রাস্তার পার্শ্বে ড্রেনে পড়ে সোহেল হোসেন (২৮) নামের এক প্রতিবন্ধি যুবকের মৃত্যু হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টায় আদমদীঘি উপজেলা সদরের তালসন এলাকায়।
শনিবার সকালে জাতীয় স্বাস্থ্য সেবা/২০১৯ এর সমাপনী দিন আদমদীঘিতে ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার আর্দশপাড়া এলাকার আবুল কালামের প্রতিবন্ধি ছেলে সোহেল হোসেন চিকিৎসা নিয়ে ক্র্যাচে ভর করে তার মায়ের সাথে হেটে বাড়ি ফেরার পথে তালসন এলাকায় রাস্তার পার্শ্বে ড্রেনের পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ওই প্রতিবন্ধি যুবক কে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে যায়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে বগুড়া শজেমিক হাসপাতালে নেয়ার পথে প্রতিবন্ধি যুবক সোহেলের মৃত্যু হয়।
সুত্র: FNS