স্পোর্টস আইটেম
আজ রাতেই লা লিগা ঘরে উঠতে পারে বার্সার
লা লিগায় অপ্রতিদ্বন্দ্বী আরেকটি মৌসুম কাটতে যাচ্ছে বার্সেলোনার। মঙ্গলবার (২৩ এপ্রিল)আলাভেসকে ২-০ গোলে হারিয়ে ২৬তম লা লিগা টাইটেল ঘরে তোলার দোরগোড়ায় আছে কাতালানরা।
আজ রাতে টেবিলের দুইয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার। এ ম্যাচে ভ্যালেন্সিয়া জয় পেলেই চার ম্যাচ হাতে রেখেই শিরোপা উল্লাস করবেন মেসিরা। তবে ঘরের মাঠে অ্যাথলেটিকো যদি না হরে তাহলে অপেক্ষা বাড়বে বার্সার।
সেক্ষেত্রে বাকি চার ম্যাচের একটিতে জয় অথবা ড্র করলেই চলবে বার্সেলোনার।এত সহজ সমীকরণ বলেই মেসিকে ছাড়াই
আলাভেসের বিপক্ষে মাঠে নেমেছিল আর্নেস্ত ভালভার্দের দল। তবে তাতে মোটেও অসুবিধা হয়নি।
প্রথমার্ধ গোলশূন্য কাটলেও ৫৪ মিনিটে কার্লস
অ্যালেনার গোলে লিড নেয় বার্সেলোনা। ছয় মিনিট
পর পেনাল্টি থেকে গোল করে দলকে সহজ জয়
এনে দেন লুইস সুয়ারেজ।