উদযাপিত হলো বগুড়া জেলা পুলিশের বৈশাখী উৎসব

বাঙ্গালির প্রাণের উৎসব বর্ষবরণ। আর বর্ষবরণে সাধারণ জনগনের নিরাপত্তার জন্য অক্লান্ত পরিশ্রম করেন জনগনের বন্ধু পুলিশ সদস্যরা। তাই বলে কি তাদের বৈশাখ উদযাপন থেমে থাকবে? নিশ্চই না।
নিরাপত্তা বিধানে ব্যস্ত থাকা পুলিশ সদস্যদের নিয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে বগুড়ায় আয়োজিত হয়েছে জেলা পুলিশের বৈশাখী উৎসব।
গতকাল বুধবার বগুড়া পুলিশ লাইন্স মাঠে বর্ণিল এ বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম(বার)।
গ্রাম বাংলার বিভিন্ন আঞ্চলিক খেলা থেকে শুরু করে লাঠিখেলা,সাপ খেলা, নাগরদোলা, ঘোড়ার গাড়িসহ বিনোদনের আরো অনেক ব্যবস্থা ছিলো এ বৈশাখী মেলায়। খাবার,খেলনাসহ প্রায় ২০ টি আকর্ষণীয় স্টল ছিলো এ মেলায়।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে আঞ্চলিক গান, জারি-সারি, মুর্শিদি, লালন গীতি, দেশাত্মবোধক ও বৈশাখের বিভিন্ন গান ও নৃত্যের মাধ্যমে মুখোরিত ছিলো এ মেলা।
লেখা: শেখ শানিম হাসান রুদ্র।