বগুড়া লাইভ - আপডেট

বগুড়ায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বগুড়াসহ সারাদেশে গতকাল থেকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় রমজানের পণ্য বিক্রয় শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

গতকাল বগুড়া সার্কিট হাউজ ও ডিসি অফিসের সামনে ট্রাকে করে টিসিবির রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতে দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, টিসিবির পণ্য বিক্রির মাধ্যমে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা সম্ভব।

বর্তমানে বগুড়ায় চিনি,ভোজ্য তেল ও ডাল বিক্রয় কার্যক্রম শুরু হলেও রোজার দু-তিনদিন আগে থেকেই খেজুর এবং ছোলা বিক্রির কার্যক্রম শুরু হবে এবং দাম থাকবে সরকার নির্ধারিত।

স্থানীয় জনগন মনে করছেন, সরকারের এ উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয় যদি পণ্যের মান বজায় রাখে এবং দাম নাগালের মধ্যে থাকে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button