স্পোর্টস আইটেম

আইপিএল ছেড়ে যাচ্ছেন যে ১৪ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ-২০১৯ শুরু হবে আগামী ৩০ মে। তাই প্রস্তুতি শুরু করেছে অংশ নিতে যাওয়া দলগুলো। এজন্য বাইরে থাকা নিজেদের খেলোয়াড়দের ডেকে পাঠিয়েছে দেশগুলো।


সে কারণে এবার আইপিএল ছাড়তে হচ্ছে ১৪ তারকা ক্রিকেটারকে।
বিশ্বকাপের কারণে যারা আইপিএল ছাড়ছেন তাদের মধ্যে রয়েছেন:


১. জনি বেয়ারস্টো- ইংল্যান্ড।
২. ডেভিড ওয়ার্নার- অস্ট্রেলিয়া।
৩. সাকিব আল হাসান- বাংলাদেশ।
৪. কেন উইলিয়ামসন- নিউজিল্যান্ড।
৫. বেন স্টোকস- ইংল্যান্ড।
৬. জফরা আর্চার- ইংল্যান্ড।
৭. স্টিভ স্মিথ- অস্ট্রেলিয়া।
৮. কাগিসো রাবাদা- দক্ষিণ আফ্রিকা।
১১. কুইন্টন ডি কককে- দক্ষিণ আফ্রিকা।
১২. মঈন আলি- ইংল্যান্ড।
১৩. ইমরান তাহির- দক্ষিণ আফ্রিকা।
১৪. ক্রিস গেইল- ওয়েস্ট ইন্ডিজ।

এই বিভাগের অন্য খবর

Back to top button