প্রয়োজনীয় তথ্যবগুড়া সদর উপজেলা
তাপদাহে পুড়ছে বগুড়া, বিপর্যস্ত জনজীবন

অব্যহত তীব্র তাপমাত্রায় আগুন জ্বলছে বগুড়া অঞ্চলে। বৈশাখের শুরুতেই বগুড়ার ওপর দিয়ে হালকা থেকে তীব্র ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে।
প্রায় সপ্তাহ ধরে বগুড়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে প্রচন্ড ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ।
দুই সপ্তাহ আগে ভারি বৃষ্টির পর থেকে টানা তাপপ্রবাহ চলছে। ফলে তপ্ত মাটি ভিঁজে যাওয়ার মতো এক পশলা বৃষ্টির দিকে মানুষ আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে।
ভ্যপসা গরমের মানুষের সাধারণ কার্যক্রম স্তবির হয়ে পড়েছে। দুপুরে নগরীর রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে পড়ছে। মানুষ প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বেরুতে ভয় পাচ্ছে। সূর্যতাপে যেন শরীরের চামড়া পুড়ে যাওয়ার অবস্থা।
ভ্যাপসা গরম থেকে বাঁচতে মানুষ যখন ঘরের বাইরে বের হচ্ছেন না সেখানেও আছে বিপত্তি। বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে কয়েকগুন।