শাজাহানপুর উপজেলা

বগুড়া শাজাহানপুরে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত।

শাজাহানপুরে নাজিউর রহমান নাহিদ নামে একজন এইচএসসি পরিক্ষার্থী ছুরিকাঘাতে খুন হয়েছেন।

বৃহস্পতিবার আনুমানিক দুপুরে শাজাহানপুরের ঘাসিড়া এলাকায় পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত এ ছাত্রটি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চলমান এইচএসসি পরিক্ষায় অংশ নেওয়া একজন পরীক্ষার্থী বলে জানিয়েছেন শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন।

স্থানীয়রা জানান, কলেজ হতে বাড়িতে ফেরার সময় বাড়ির কাছাকাছি সড়কে একজন বন্ধুর সাথে গল্প করছিলো নাহিদ এ সময় কয়েকজন দূর্বৃত্ত এসে নাহিদকে এলোপাথাড়ি ছুড়িকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা পরবর্তীতে নাহিদকে বগুড়া শজিমেক হাসপাতালে জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করে এ হত্যাকান্ডের পেছনের রহস্য উন্মোচনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button