খেলাধুলা
মাশরাফির জন্য ভালো কিছু করতে চান মুশফিক
মাশরাফির জন্য এটাই হতে পারে শেষ বিশ্বকাপ তাই, বিদায় বেলায় প্রিয় ক্যাপ্টেন যিনি সবাইকে আগলে রেখেছেন তার জন্য কিছু করতে চায় সতীর্থরা।
গেলো রোববার মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ কথা জানিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। মুশফিক বলেন, ‘মনে হয় এটাই একসাথে হয়তোবা আমাদের শেষ বিশ্বকাপ হতে পারে, মাশরাফি ভাই এরপর যদি আর খেলতে না পারেন এটাই আমাদের জন্য শেষ বিশ্বকাপ, আর আমরা সবাই চাই ভাইয়ের জন্য কিছু করতে। এটা আমাদের জন্য অবশ্যই অনেক বড় সুযোগ আর সুযোগটাকে কাজে লাগাতে চাই।
এবারের বিশ্বকাপ নিয়ে চারটি বিশ্বকাপ খেলবেন মুশফিক। মুশফিক আরো বলেন এবারের বিশ্বকাপে দলের জন্য এবং নিজের জন্য রান করতে চাই বড় ইনিংস উপহার দিতে চাই। আমি মনে করি সে সুযোগ এবং সামর্থ্যও আছে।