‘ফণি’ আঘাত হানবে শনিবার, প্রভাব পরবে দেশজুড়ে।
শুক্রবার ভারতীয় উপকূলে আঘাত হানার পর শনিবার রাতে বাংলাদেশে প্রবেশ করবে ঘূর্ণিঝড় ‘ফণি’ ।
যার ফলে শুক্রবার দুপুর থেকে রবিবার পর্যন্ত টানা বৃষ্টি হবে কোথাও কোথাও।
মূলত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানলেও প্রভাব পরবে দেশব্যাপী। ঝড়ের প্রভাব দেখা মিলবে বগুড়াতেও।
স্যাটেলাইট থেকে পাওয়া নতুন চিত্রে দেখা মিলেছে নতুন খবরের, বাংলাদেশের চেয়েও আয়তনে বড় এই ‘ফণি’ এখনও পর্যন্ত আকারে কমে আসেনি বা দূর্বল হয় নি।
যার ফলে সকল সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। দুই শতাধিক আশ্রয়কেন্দ্র তৈরী রাখা হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৬০ কিমি। যা ঝড়ো হাওয়া আকারে ১৮০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
উপকূলীয় অঞ্চলে ৪নং হুশিয়ারী সংকেত ও জেলেদের উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।