বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাব শুরু

৩রা মে ২০১৯ইং শুক্রবার সকাল ৯টা থেকে বগুড়া, শাজাহানপুর, শেরপুর, নামাযগড়, মাটিডালি ও এর আশেপাশে এলাকায় দেখা মিলেছে হালকা বৃষ্টির।

টানা গরম ও নিম্নচাপের পর এ বৃষ্টির কারণে বগুড়ার জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। তবে বিদ্যুৎবিভ্রাটের কারণে ভোগান্তিতে অনেক এলাকার মানুষ।

এছাড়াও, এখনও চলছে বৃষ্টি বগুড়ার বেশ করেকটি স্থানে। সকাল থেকে আকাশ ছিলো মেঘলা।

এদিকে আগামী কয়েক ঘন্টার মধ্যেই দেশজুড়ে ঘূর্ণিঝড় শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আনুমানিক সন্ধ্যানাগাদ খুলনা ও এর আশেপাশের এলাকায় আঘাত হানতে পারে ফণি। এ সময় পুরো দেশজুড়ে কম-বেশী ঘূর্ণিঝড় হওয়ার আশংকা আবহাওয়া অধিদপ্তরের।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে পরিচালক বলেছেন, সন্ধ্যা ৬ টা নাগাদ পুরো বাংলাদেশ ফণির আওতায় থাকবে, যা ভয়াবহ হতে পারে।

লেখা: শেখ শানিম হাসান রুদ্র। ছবি: সংগ্রহকৃত

এই বিভাগের অন্য খবর

Back to top button