কাহালু উপজেলা

বগুড়ায় আইপিএল জুয়ায় হেরে কাঠমিস্ত্রির ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

বগুড়ার কাহালু উপজেলার বেলঘড়িয়া এলাকায়  আইপিএল নিয়ে বন্ধুদের সঙ্গে জুয়ায় হেরে টাকা পরিশোধে ব্যর্থ হয়ে সোহেল মিয়া (২৮) নামের এক কাঠমিস্ত্রি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।  বুধবার সকালে জেলার লালমনিরহাটগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সোহেল আত্মহত্যা করেন। 

এলাকাবাসী জানান, সোহেল বগুড়া সদরের ঘোলাগাড়ি মসজিদপাড়ার দুলাল মিয়ার ছেলে।সদরের লেংড়াবাজারে ফার্ণিচারের দোকানে কাজ করতেন। এক সন্তানের বাবা সোহেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট জুয়ায় আসক্ত হয়ে পড়েন। বন্ধু ও পরিচিতদের সঙ্গে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে উল্টো ঋণে জর্জরিত হয়ে পড়েন। হতাশাগ্রস্ত সোহেল বুধবার সকালে লেংড়াবাজারে কাজে যাবার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি কাজে না গিয়ে তিনি বগুড়ার কাহালু উপজেলার বেলঘড়িয়া এলাকায় যান। সান্তাহার জংশন স্টেশন ছেড়ে আসা লালমনিরহাটগামী সেভেনআপ ট্রেন বেলা ১০টা ৪৮ মিনিটে বেলঘড়িয়ায় পৌঁছালে তিনি ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কায়কোবাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সোহেলের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে তার আইপিএল জুয়ায় আসক্তির সত্যতা পাওয়া গেছে। জুয়ায় হেরে দেনা পরিশোধে ব্যর্থ হয়েই তিনি হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকালে তার লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

সুত্র: বিডি প্রতিদিন

এই বিভাগের অন্য খবর

Back to top button