বগুড়ায় নিত্য পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি

বগুড়ায় রোজার আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম বেড়েছে। সাধারণ মানুষ বাজারে পছন্দের পণ্য কিনতে না পেরে বাড়ি ফিরছেন। বাজার নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না।
বগুড়ার অসাধু ব্যবসায়ীরা রোজা শুরুর আগেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে বেশি লাভ হাতিয়ে নিচ্ছেন। বাজারে কোনো পণ্যের সরবরাহ কম না থাকলেও অযৌক্তিকভাবে দাম বেশি নেয়া হচ্ছে। এ ক্ষেত্রে টিসিবি ন্যায্যমূল্যে সামান্য কিছু নিত্যপণ্য বিক্রি করলেও তা বাজারে কোনো প্রভাব ফেলতে পারছে না।
বগুড়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর গোশত, মুরগি, মাছ, শাকসবজি, ডাল, তেল, চিনি, খেজুর সবকিছুর দাম বেড়েছে রোজার এক সপ্তাহ আগে থেকে। বগুড়া শহরে এক কেজি দেশী গরুর গোশত বিক্রি হচ্ছে ৫৫০ টাকা ও খাসির গোশত ৭৫০ টাকা দরে।
কিন্তু কয়েক দিন আগে গরু ও খাসির গোশত কেজিতে ১০০ টাকা কম ছিল। হঠাৎ কেন এত দাম বেশি এমন প্রশ্নের জবাবে গোশত বিক্রেতারা বলছেন, চামড়ার দাম খুবই কমে গেছে। কিন্তু চামড়ার দাম কম অজুহাত তুলে কেজিতে ১০০ টাকা বুদ্ধি কতটা যুক্তিযুক্ত তার সদুত্তর দিতে পারেননি ব্যবসায়ীরা।
অনুরূপভাকে দেশী মুরগির দাম কেজিতে বেড়েছে ২০০ টাকা পর্যন্ত। সেই সাথে মাছের দামও কেজিতে বেড়েছে গড়ে ১০০ টাকা। এ ছাড়া বগুড়ার শাকসবজি দেশের অন্যান্য জেলায় সরবরাহ হলেও হঠাৎ করে কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা।
রোজা শুরুর পর একদিন জেলা প্রশাসনের মোবাইল কোর্ট শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজারে অভিযান চালায়। তারা এসব কারণে বিভিন্ন ব্যবসায়ীর জরিমানা করেন। সেই সাথে গরুর গোশত ৫২৫ টাকা বিক্রির নির্দেশ দেন। কিন্তু সে নির্দেশ কেউ মানছে না। ক্রেতারা প্রশাসনকে কড়া নজরদারির অনুরোধ করেছেন।