বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ধান চাল ক্রয় অভিজান শুরু আজ থেকে

বগুড়ায় এবছর ৭৮হাজার মেট্রিক টন চাল এবং ৫হাজার মেট্রিক টন ধান কিনবে খাদ্য বিভাগ। সরকারের বেধে দেওয়া নির্ধারিত মূল্য প্রতি কেজি চাল ৩৬টাকা ও ধান ২৬টাকায় কিনবে সরকার।

খাদ্য বিভাগের তথ্যমতে আজ বগুড়ায় খাদ্যমন্ত্রী উদ্বোধন করবে ধান চাল ক্রয় বিষয়ক অভিজানের। এর আগে মূল্য নির্ধারণ করলেও ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখায়নি সরকার।

যেকারনে বগুড়ার কৃষকদের বাজারে ধান বিক্রি করতে হয়েছে ১২-১৫টাকা কেজী দরে। প্রতি মন ৪৫০-৫০০ টাকা দরে। যার ফলে লাভ তো হয়ই নি বরং খরচের টাকাটাও ওঠে নি অনেকের।

খাদ্যবিভাগের অভিজান শুরু হলে বগুড়ার কৃষকদের মুখে কিছুটা হলেও হাসি ফুটবে বলে আশা করা যায়।

শেখ শানিম হাসান রুদ্র

এই বিভাগের অন্য খবর

Back to top button