প্রয়োজনীয় তথ্য

লিচুর বাম্পার ফলন দিনাজপুরের হিলিতে

এবছর জৈষ্ঠ্য মাসের আগেই দিনাজপুরের হিলির বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন রসালো ফল লিচু। আবহাওয়ায় আক্রান্ত না হওয়ায় লিচুর এ বাম্পার ফলন হয়েছে।

এদিকে বাগান থেকে ১৫০-১৬০ টাকা দরে এবং বাজারে প্রতি একশ লিচু বিক্রি হচ্ছে ১৮০-২০০টাকা দরে বিক্রি হচ্ছে।

বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় খুশী এবং আশাবাদী বাগান মালিকেরা।

হিলিতে এছাড়াও চায়না থ্রী,মাদ্রাজী,বেদানা ও বোম্বে লিচুর চাষ হয়েছে। যেগুলো সারাদেশের চাহিদা মেটাচ্ছে।

শেখ শানিম হাসান রুদ্র

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.