বগুড়া সদর উপজেলা

বগুড়ায় বাজার হতে তুলে নেয়া হচ্ছে নিষিদ্ধ ৫২টি ব্রান্ডের পণ্য

চলতি মাসে দেশের ৫২টি ব্রান্ডের ২৮ পণ্য বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২২শে থেকে বাজার থেকে এসব পণ্য তুলে নেওয়ার নির্দেশ থাকলেও এখনো বগুড়ার রাজাবাজার ও ফতেহ আলী বাজারে বেশ কিছু খুচরা দোকানে চোখে পড়ছে মানহীন সেসব পণ্য।

দোকানীদের ভাষ্যমতে তারা এসব পণ্য দোকানে রাখলেও বিক্রি করছে না। কোম্পানীগুলো থেকে লোক আসলেই তারা সেসব পণ্য তাদের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী।

অন্যদিকে ভোক্তা অধিদপ্তর হতে এসব মানহীন ভেজাল পণ্যের বিক্রি বন্ধের অভিযান কর্মসূচী অব্যাহত রয়েছে এবং কঠোর মনিটরিং করা হচ্ছে।

যার ফলে দ্রুত বাজার হতে সেসব পণ্য উঠিয়ে নেওয়া হবে বলে জানা গেছে।

লেখা: শেখ শানিম হাসান রুদ্র
ছবি: সংগৃহীত।

এই বিভাগের অন্য খবর

Back to top button