জাতীয়
চাল আমদানিকে নিরুৎসাহিত করতে বাড়ল শুল্ক-কর
দেশের কৃষকদের ধান পুড়ছে,ক্রেতা নেই অন্যদিকে ভারত থেকে অবাধে আমদানি করা হচ্ছে চাল অল্পকিছু শুল্ক তে।
দেশের কৃষকদের কথা মাথায় রেখে, বিদেশ থেকে যাতে চাল আমদানি না করা হয় সেজন্য চাল আমদানিতে ৩শতাংশ থেকে ২৫ শতাংশে কর বৃদ্ধি করা হয়েছে।
গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র তথ্য কর্মকর্তা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য তুলে ধরেন।
ধারণা করা যায় এর ফলে বিদেশ থেকে চাল আমদানি কমবে এবং হাসি ফুটবে দেশের কৃষকদের মুখে।
শেখ শানিম হাসান রুদ্র