বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ঈদের পর দিন থেকে পরিবহণ ধর্মঘটের আল্টিমেটাম

বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবহণ ধর্মঘটের আল্টিমেটাম দেয় বগুড়া জেলা পরিবহণ মালিক শ্রমিক সমিতি।

বিএনপি নেতা ও পরিবহণ ব্যবসায়ী এডভোকেট শাহীন হত্যা মামলায় গ্রেফতারকৃত আরেক ব্যবসায়ী ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগে বাধাপ্রাপ্ত হওয়ার প্রতিবাদে বগুড়া জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক যৌথ কমিটি এ আল্টিমেটাম দেয় বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য যে , গত ১৪ এপ্রিল রাতে বগুড়ার নিশিন্দারা উপশহরে পরিবহন ব্যবসায়ী ও বিএনপি নেতা এডভোকেট মাহবুব আলম শাহীনকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আরেক পরিবহন ব্যবসায়ী ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলামকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আমিনুল গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

এদিকে অ্যাডভোকেট শাহীন হত্যার প্রতিবাদে বগুড়া আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী কোনো আইনজীবী আসামির পক্ষে আইনগত সহযোগিতা দিয়ে আসছেন না।

এই বিভাগের অন্য খবর

Back to top button