বগুড়া সদর উপজেলা
বগুড়ায় ঔষধ গুদামে অভিযানে ১০ লাখ টাকার ঔষধ জব্দ
গতকাল বৃহস্পতিবার বগুড়ার গোহাইল সড়কের পাশের একটি ড্রাগ স্টোরে অভিযান চালিয়ে ঔষধ জব্দের পাশাপাশি ওই গুদামের মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে অননুমোদিত বিদেশী ঔষধ রাখার অভিযোগ ছিলো তার বিরুদ্ধে। যার ফলে জেলা প্রশাসনের ও জেলা ড্রাগ সুপারের অভিযানে ধরা পরে ২৪ কার্টুন অনুমোদনবিহীন ঔষধ যেগুলো এদেশের জন্য বাজারজাতকরণ অবৈধ। যার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
জব্দকৃত সেসব ঔষধের স্টোরটি শহরের গোহাইল রোডের অনন্য মেডিকেল নামের একটি দোকানের। দোকানটির মালিকের নাম শামসুর রহমান বলে জানা গেছে। তিনি অত্র এলাকার একজন ঔষধ বিক্রেতা।