কর্নিপাড়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

ঈদের আনন্দ ভাগাভাগি করতে গাবতলীর কর্নিপাড়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন। উপজেলার কর্নিপাড়া এলাকায় শুক্রবার বিকেলে মানব কল্যাণ পরিষদ নামের প্রতিষ্ঠানটি এই আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জৈষ্ঠ নেতা জনাব আব্দুর রাজ্জাক ৷
এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নে সম্মানিত চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম সাহেব ৷
জানা গেছে, কর্নিপাড়া এলাকার পেশাজীবীরা মিলে ২০১৬ সালে একটি সামাজিক উন্নয়ন সংগঠন গড়ে তোলেন। প্রতিষ্ঠার পর থেকে সমাজের অবহেলিত মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর ঈদুল ফিতরের আনন্দ অসহায় দুস্থদের সাথে ভাগাভাগি করে দিতে যারা এবারের ঈদে একটু সেমাই কিনে খেতে সক্ষম নয়, এদের চাল, ডাল, তেল, সেমাই, দুধ, চিনি হাতে তুলে দেয়া হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি জনাব আমিন মন্ডলসহ পরিষদের সদস্যবৃন্দ ৷