ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

দুর্দান্ত কিছু করতে চলেছে বাংলাদেশ : স্টিভ রোডস

বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। তবে প্রস্তুতিতে এটা কোনো বিরুপ প্রভাব ফেলবে বলে মনে করেন না স্টিভ রোডস।

তার ধারণা, আয়ারল্যান্ড সিরিজ জয়ের পরে লেস্টারে কিছুদিন সময় কাটিয়েছিল বাংলাদেশ সেখানেই ব্যাটে-বলে বেশ দারুন কিছু সময় কাটিয়ে আইসিসির সিডিউল অনুযায়ী ম্যাচ খেলতে ওয়েলসের কার্ডিফে আসে তারা।

তাই, বাংলাদেশ সবসময় প্রস্তুত আছে বলে আশাবাদী স্টিভ রোডস। তিনি আরো বলেন, বাংলাদেশ নিজেদের যোগ্যতা দিয়েই সেরা দশে এসেছে, তাদের সবারই শিরোপা জেতার সামর্থ্য আছে।

অন্য সব ফেভারিটদের এর আগেও হারিয়েছে বাংলাদেশ তাই এখানেও তেমন কিছুই করতে চান রোডস। নিজেদের সেরা ছন্দে থাকলে দারুণ কিছু হতে চলেছে বলেও তিনি মনে করেন।

লেখা: শেখ শানিম হাসান রুদ্র

এই বিভাগের অন্য খবর

Back to top button