
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): বগুড়ার কাহালু রেলওয়ে স্টেশনের অদূরে পশ্চিম দিকে কাহালু সরকারি ডিগ্রি কলেজ গেটের উত্তরে ট্রেনে কাটা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে বগুড়া রেলওয়ে পুলিশ।
প্রথমে এলাকাবাসীরা রেললাইনে লাশটি পরে থাকতে দেখেলে কাহালু স্টেশনে জানায় এরপর বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। ধারণা করা যাচ্ছে যে ঘুমের তারনায় ট্রেন থেকে পড়ে এ মৃত্যুটি হয়েছে। মৃত্যুটি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি কায়কোবাদ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি একনজর দেখার জন্য উৎসুক এলাকাবাসীর ছিল উপচে পড়া ভিড়।