বগুড়া সদর উপজেলাবিউটি পার্লার কোর্স

বগুড়ায় কেনাকাটা শেষে রুপ চর্চায় নারীরা ঝুকেছে এখন বিউটি পার্লারে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারী ও তরুণীদের পোশাক আশাক কেনা কাটা শেষ বললেই চলে। কেনাকাটা শেষে রূপসচেতন নারী ও তরুণীদের নজর এখন বিউটি পার্লারের দিকে। ঈদের বিশেষ দিনটিতে নিজেকে একটু আকর্ষণীয়ভাবে সবার মাঝে উপস্থাপন করতে এরই মধ্যে বগুড়ায় বিভিন্ন বিউটি পার্লারগুলোতে এখন রূপসচেতন রমণীদের উপচেপড়া ভিড়।

আর এই ঈদকে সামনে রেখে কেউ কেউ ত্বকে উজ্জ্বলতা বাড়াতে ফেসিয়াল করছেন, কেউ হাল ফ্যাশনের সঙ্গে মানিয়ে চুলের কাট পরিবর্তন করছেন, কেউ করছেন ভ্রু-প্লাক, আবার কেউবা হাত-পায়ের যত্নে করছেন ম্যানিকিওর-প্যাডিকিওর। নিজেকে আরও বিশেষভাবে উপস্থাপন করার জন্য তরূণী, মধ্যবয়সীদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চলছে পরিচর্যা।

ঈদের অন্যতম আকর্ষণ হচ্ছে, মেহেদীর ব্যস্ততা, যা গত ২৭ রমজানের পর থেকে শুরু হয়েছে। গত কাল মেয়েরা হাতে মেহেদী দেবার জন্য বিউটি পার্লারে ভিড় করছে। যা চাঁদ রাত পর্যন্ত চলবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button