কেনাকাটাবগুড়া সদর উপজেলাশপিং কমপ্লেক্স
ঈদ উপলক্ষে বগুড়ায় আতর, সুরমা, জায়নামাজ, কেনাকাটায় ব্যস্ত!
ঈদ মানে আনন্দ আর এই ঈদকে সামনে রেখে মানুষদের শেষ কেনাকাটার প্রস্তুতি চলছে।
ঈদ যতই ঘনিয়ে আসছে সুরমা, আতর, টুপি, তসবি আর জায়নামাজের দোকানগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। এই কেনাকাটা চলবে ঈদের দিন নামাজের আগ মুহূর্ত পর্যন্ত।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদের নামাজে আতর ও সুরমার ব্যবহার করে একদিকে যেমন সুন্নত আদায় হয়, তেমনি সুগন্ধির কারণে মনে আসে প্রফুল্ল ভাব।
শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই ঈদের দিনে চোখে সুরমা গায়ে খুশবু মেখে নামাজ পড়তে পছন্দ করেন। সে কারণে রোজা শেষের দিনগুলোতে ক্রেতারা ভিড় করছেন আতর সুরমার দোকানে। শুধু আতর সুরমাই নয়, সেই সাথে বিক্রি হচ্ছে জায়নামাজ, টুপি, তসবি।
দেখা গেছে ঈদ উপলক্ষে প্রতিবারের মতো এবারও আতরের চাহিদা আকাশছোঁয়া। শুধু আতর নয়, টুপি, তসবি ও জায়নামাজের দামও বেড়েছে।
অনেক ক্রেতাদের অভিযোগ, দাম খুবই চড়া।