সাহিত্যসোনাতলা উপজেলা

“আলোর প্রদীপ সম্মাননা পেলো লোকসংগীত গবেষক সিকতা কাজল

সাজেদুর আবেদিন শান্তঃ
জন্ম- ২০ অক্টোবর গাবতলী বগুড়া ।পিতা মৃত ফরিদ উদ্দিন মন্ডল, মাতা হালিমা বেগম।সিকতা কাজল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি আজিজুল হক কলেজ হতে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।তিনি একাধারে একজন সাহিত্যিক, লোকসংগীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক। তিনি গ্রাম বাংলার বিয়ের গীতের উপর ২০০৪ সাল হতে গবেষণা অব্যাহত রেখেছেন।এ পর্যন্ত তার সংগ্রহে রয়েছে বিলুপ্তপ্রায় ৬৮৬ টি গীত।এই হারিয়ে যাওয়া গীত বা গানগুলি তিনি নতুন করে আবার মঞ্চে উপস্থাপন করছেন।লোকসংগীত গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও দৈনিক চাঁদনি বাজারের সাহিত্য সম্পাদক,জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করে যাচ্ছেন।এপর্যন্ত তার তিনটি কাব্যগ্রন্থ ১। মেঘের পালকী বাতাসের সাঁকো ২। ক্লান্তির মিছিল ৩। সাতমাথা সিরিজ প্রকাশের পাশাপাশি উপন্যাস ১। লিভারসিরোসিস ২। একজন লাকীর জীবন প্রকাশের অপেক্ষায় রয়েছে। তার অনন্য প্রতিভার স্বীকৃতি হিসেবে ইতিমধ্যেই তিনি মহাত্মাগান্ধী স্বর্ণপদক (ভারত একাডেমী) ২০১৮ , মুসা পাঠাগার সম্মাননা-২০১৭, জসিমউদ্দিন স্বর্ণপদক-২০১৮, রোমানা আফরোজ স্বর্ণপদক-২০১৭, কথক সম্মাননা-২০১৯, রংপুর বিভাগীয় কবি লেখক সম্মাননা-২০১৯, জাতীয় কবিতা পরিষদ রংপুর জেলা শাখা-গুনিজন সম্মাননা অর্জন করেছেন।

লোকসংগীত গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আলোর প্রদীপ সংগঠন জনাব সিকতা কাজল কে “আলোর প্রদীপ সম্মাননা ২০১৯” প্রদান করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button