ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
বগুড়ার ছেলের খেলা দেখতে লন্ডন যাচ্ছেন মুশফিকের বাবা-মা
স্টেডিয়ামে বসে মুশফিকুর রহিমের খেলা উপভোগ করতে লন্ডন যাচ্ছেন তার বাবা বগুড়ার বিশিষ্ট ক্রীড়াবিদ, সমাজসেবক মাহবুব হামিদ তারা ও মা রহিমা খাতুনসহ পরিবারের ৪ সদস্য।আগামী ৩০ জুন তাদের বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।শুক্রবার রাতে মাহবুব হামিদ তারা জানান, ‘ভিসা পেতে বিলম্ব হওয়ায় তাদের যেতে দেরি হচ্ছে।
গত বৃহস্পতিবার ভিসার জন্য আবেদন করেছেন। ৫ কর্মদিবস অর্থাৎ মঙ্গলবার ২৫ জুনের মধ্যে ভিসা পাবেন।এরপর ৩০ জুন লন্ডনের উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করবেন। ফিরবেন আগামী ১৭ জুলাই। তার সফরসঙ্গী হচ্ছেন স্ত্রী রহিমা খাতুন, ছোট ভাই মাহফুজুল হামিদ ও ভাতিজা নাভিদ মাহফুজ।মাহবুব হামিদ তাদের ও বাংলাদেশ ক্রিকেট টিমের সবার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।