বগুড়া সদর উপজেলা
বগুড়া ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
![](https://boguralive.com/wp-content/uploads/2019/07/received_315347432743222-600x400.jpeg)
আজ মঙ্গলবার বগুড়া ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে মোট ৩০০ টি দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয় এবং শিশু কিশোরদের মাঝেও কিছু গাছ বিতরণ করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভুঁইয়া বিপিএম (বার)।
![](https://boguralive.com/wp-content/uploads/2019/07/received_1025238357680088-600x400.jpeg)
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা সদর থানার ওসি জনাব এস এম বদিউজ্জামান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বগুড়া ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব তৌহিদ পারভেজ বিপ্লব এবং অনিক, শাওন, শাফী, কামাল, নাইম, নোমান, সুজিত, সনি ও আরিফ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।