বগুড়ায় কিছু কিছু জায়গায় অটোর ভাড়া বেড়ে দ্বিগুণ!!

সরকার প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৭ দশমিক ৫ শতাংশ বাড়িয়েছে। কিন্তু বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া চালকেরা ১০০ শতাংশ বাড়িয়েছেন। গ্যাসের দাম বাড়ানোর অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ে চলছে চরম নৈরাজ্য।
স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, বগুড়ার সাতমাথা থেকে তিনমাথা পর্যন্ত তিন কিলোমিটার সড়ক। কয়েক দিন আগে সিএনজিচালিত অটোরিকশায় সাতমাথা থেকে তিনমাথা পর্যন্ত ভাড়া ছিল ৫ টাকা। কিন্তু এখন নেওয়া হচ্ছে ১০ টাকা। প্রতি ঘনমিটার গ্যাসের দাম বেড়েছে ৩ টাকা। এক ঘনমিটার গ্যাসে অটোরিকশা চলে অন্তত ৬ কিলোমিটার। এ হিসাবে ভাড়া এক টাকারও কম হওয়ার কথা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া শহরে নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা ৫ হাজার ৬৫৮টি। জেলায় অনিবন্ধিত অটোরিকশা আছে আরও ১৫ হাজার।
বিআরটিএ বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘স্টেশন সড়কে কোন নীতি বা নিয়মে ভাড়া বাড়ানো হলো, এটা আমাদের জানা নেই। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।’
#প্রথমআলো