উপজেলাধুনট উপজেলা

ধুনটে যুবলীগ নেতাসহ ২৪ জুয়াড়ি আটক

বগুড়ার ধুনট পৌর যুবলীগের সভাপতিসহ ২৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৬ টার দিকে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ধুনট সরকারি এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে একটি গুদাম থেকে তাদের আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই জুয়াড়িরা দীর্ঘদিন ধরে ধুনট সরকারি এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন একটি গুদাম ঘরে আসর বসাচ্ছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) আসলাম আলী জানান, আটক জুয়াড়িদের বিরুদ্ধে রাতে মামলা দায়ের করে সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button