আদমদিঘী উপজেলাউপজেলা

বগুড়ার আদমদীঘি উপজেলায় কাঁচামরিচ চাষীদের ভাগ্য খুলেছে !

বগুড়ার আদমদীঘি উপজেলায় কাঁচামরিচ -এর দাম প্রতিকেজি ১২টাকা বিক্রিতে কৃষকরা লোকসানের পর মাত্র কয়েক দিনের ব্যবধানে হাটবাজারে প্রতিকেজি ৩০টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে ভাল দাম পাওয়ায় মরিচ চাষী কৃষকদের খুলেছে ভাগ্য, শুকনো মুখে ফুটেছে হাসি।
ধানের লোকসান কাটিয়ে উঠতে লাভের আশায় মরিচ চাষ করে কৃষকরা কয়েক দিন আগে মাত্র ১২ টাকা কেজি দামে মরিচ বিক্রি করায় লোকসানের পড়েছিল। অনেক মরিচ চাষী মরিচ গাছ ভেঙ্গে মৌসুমি অন্য ফসল চাষের চিন্তা ভাবনা করছিল।

এরপর মাত্র দুই সপ্তাহের ব্যবধানে কাচা মরিচের বাজার চাঙ্গা হয়ে উঠেছে। গত শনিবার আদমদীঘি, সান্তাহার, কুন্দগ্রাম, নসরতপুরসহ বিভিন্ন হাটবাজারে ৩০ টাকা কেজিতে মরিচ বিক্রি হয়েছে যা চাষীদের জন্য লাভজনক বলে জানিয়েছেন ।

এই বিভাগের অন্য খবর

Back to top button