উপজেলাগাবতলী উপজেলা

বগুড়ায় মিলাদের তবারক খেয়ে ৭৮ জন অসুস্থ

বগুড়ার গাবতলীতে মিলাদ মাহফিলের পোলাও ভাত (তবারক) খেয়ে একই গ্রামের পুরুষ ও নারী-শিশুসহ কমপক্ষে ৭৮ জন গুরুতর অসুস্থ হয়েছেন।

শুক্রবার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের দুর্গাহাটা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ২৮ জনকে গাবতলী হাসপাতালে এবং ৪ জনকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গাবতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিনা শিল্পী জানান, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এরা অসুস্থ হয়ে পড়ে। মেডিকেল টিম গঠন করে অসুস্থদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button