উপজেলাগাবতলী উপজেলা
বগুড়ায় মিলাদের তবারক খেয়ে ৭৮ জন অসুস্থ
বগুড়ার গাবতলীতে মিলাদ মাহফিলের পোলাও ভাত (তবারক) খেয়ে একই গ্রামের পুরুষ ও নারী-শিশুসহ কমপক্ষে ৭৮ জন গুরুতর অসুস্থ হয়েছেন।
শুক্রবার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের দুর্গাহাটা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ২৮ জনকে গাবতলী হাসপাতালে এবং ৪ জনকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গাবতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিনা শিল্পী জানান, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এরা অসুস্থ হয়ে পড়ে। মেডিকেল টিম গঠন করে অসুস্থদের চিকিৎসা দেওয়া হচ্ছে।