উপজেলাবগুড়া সদর উপজেলা

বগুড়ায় বাণিজ্যিকভাবে সফল শতাধিক কোয়েল খামারি !

বগুড়ায় বাণিজ্যিকভাবে কোয়েল পাখির খামার করে স্বচ্ছল হয়েছে শতাধিক পরিবার। জেলা শহরের সাবগ্রাম, চারমাথাসহ বেশ কয়েকটি এলাকায় গড়ে উঠেছে কোয়েল পাখির খামার। কম পুঁজিতে অল্প সময়ে বেশি লাভ পাওয়ায়, অনেকে কোয়েল পাখির খামার করতে উৎসাহিত হয়ে উঠছেন। এলাকার শিক্ষিত বেকার যুবকরাও এগিয়ে আসছেন এ কাজে।

খামার বেড়ে যাওয়ায় কোয়েল বেচাকেনার জন্য শহরের রেলঘুমটির মাঝে অস্থায়ী বাজার গড়ে উঠেছে। সেখানে প্রতিদিন ব্যাপকহারে বিক্রি হচ্ছে কোয়েল পাখি ও ডিম। স্থানীয় চাহিদা মিটিয়ে এই কোয়েল পাখি ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

এদিকে, কোয়েল পালনে খামারীদের সহায়তা দেয়ার পাশাপাশি পাখির বাজার সম্প্রসারণের দিকে গুরত্ব দেয়া হচ্ছে বলে জানালেন বগুড়া জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

বগুড়া জেলায় মোট ৩৬৮টি কোয়েলের খামার রয়েছে। লাভজনক হওয়ায় আরও অনেকে খামার করার পরিকল্পনা নিয়েছেন। খামারিরা বলছেন, ঋণ পেলে আরো বড় পরিসরে খামার করে ব্যবসা বাড়ানো সম্ভব।

এই বিভাগের অন্য খবর

Back to top button