উপজেলাসোনাতলা উপজেলা
সোনাতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোগাড়ি চালকের মৃত্যু !
বগুড়ার সোনাতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলিন মিয়া (২৫) নামে এক অটোগাড়ি চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের দড়ি হাঁসরাজ গ্রামের সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
জানা গেছে, অন্য দিনের মতো সোমবার (০৮-০৭-২০১৯ইং) বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তার অটোরিকশার ব্যাটারিতে বিদ্যুতের সংযোগ দিয়ে চার্জ দিচ্ছিলেন। এ সময় আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আক্রান্ত হন। তাকে মুমূর্ষু অবস্থায় সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে ।