উপজেলা

বগুড়ার আঞ্চলিক মহাসড়কের বড়ই বেহাল অবস্থা !

বগুড়ার মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের বড়ই বেহাল অবস্থা। এর মধ্যে বৃষ্টিতে সড়কের খানাখন্দে পানি জমে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ আরও বেড়েছে।
আলাদিপুর গ্রাম, হরিপুর বাসস্ট্যান্ড, গাংনাই সেতু, কিচক বাজার ও সাদুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই সড়কের কয়েকটি চিত্র তুলে ধরা হলো।

এই বিভাগের অন্য খবর

Back to top button