উপজেলাশেরপুর উপজেলা

শেরপুরে পৌরসভা ১ম শ্রেণীর হলেও নাগরিক সুবিধা ৩য় শ্রেণীর

বগুড়ার শেরপুর পৌর শহরের রাস্তাঘাট বৃষ্টি হলেই তলিয়ে যাওয়া নতুন কিছু নয়।
শেরপুর পৌরসভাটি বগুড়া জেলার ১ নম্বার পৌরসভা হলেও এখনো সেকেলেই রয়ে গেছে ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা। নেই ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত স্থান।
তাই বৃষ্টি হলেই দেখা দেয় অকাল বন্যা। ঠোংগা দিয়ে নৌকা বানিয়ে ছোটাছুটি করতে হয় এদিক ওদিক। পানির সাথে মিশে যাচ্ছে ময়লা আবর্জনা ও শুকুরের মল। ড্রেনের সাথে মিশে যাচ্ছে পৌর নাগরিকের অপরিকল্পিত বিল্ডিয়ের পায়খানা।

এই পানি চলাচলরত নাগরিকের শরীরে লেগে যাওয়ায় মসজিদ, অফিস, দোকানপাট এবং শিক্ষার্থীরা যেতে পারছেনা স্কুলে। সামান্য বৃষ্টিতে এমন চিত্র নিত্যদিনে সঙ্গী হয়ে দাঁড়ায় ২, ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়র্ডের জনগণের।
ভোগান্তি যেন কমছেই না এইসব ওয়ার্ডের ভূক্তভোগী নাগরিকদের।

এই বিভাগের অন্য খবর

Back to top button