৩২ বছর ধরে অন্যের বাড়িতে এবং কুলির কাজ করে হজ্ব করতে গেলেন শেরপুরের আব্দুস সোবহান

বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন হাটগাড়ী গ্রামের আব্দুস সোবহান পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে গতকাল রওনা দিয়েছেন।
জানা যায় যে তিনি একজন গরীব মানুষ। কিন্তু তিনি অনেক আগে থেকেই এই চিন্তা করে ছিলেন। তিনি বলেন ১৯৮৮ সালে বন্যায় সর্বস্ব হারিয়ে যখন শেরপুরে আসি শুধু ৪ শতাংশ জমি ক্রয় করে বাড়ি করি। ৩ টি কন্যা সন্তানকে সৎ পাত্রস্থ করেন। তিনি বলেন হজ্বের টাকা জমানের জন্য দিনের বেলা অন্যের বাসায় কাজ করতেন এবং সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত শেরপুর বাসস্ট্যান্ডে কুলির কাজ করতেন। যখন একটু টাকা জমতো তা দিয়ে তিনি গরু কিনতেন।এক সময় গরু বিক্রি করে জমি এগ্রিমেন্ট নিতেন।
উক্ত জমিতে যা ফসল ফলতো তা তিনি না খেয়ে বিক্রি করতেন। এভাবে তিনি মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা জমিয়েছেন। এভাবে তিনি তিলে তিলে টাকা গুলো জমিয়ে তার মনের আকাঙ্খা পুরনার্থে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্য রওনা দিয়েছেন। এলাকা বাসি তথা দেশ বাসির নিকট আবেদন করেছেন যে, আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার হজ্ব কবুল করেন। সুস্থ শরীরে হজ্জের সকল হুকুম আহকাম সঠিকভাবে পালন করার তাওফিক দান করেন।