ধুনট উপজেলা
যমুনার পানি বিপৎসীমার ওপরে, বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি
বগুড়ার ধুনট উপজেলায় বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনা পাড়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ পর্যন্ত প্রায় ৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানির প্রবল স্রোতে ভেসে গেছে রাধানগর চরবাসীর বাড়িঘর। তারা আশ্রয় নিচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। বগুড়া পাউবো সহকারী প্রকৌশলী আসাদুল হক বলেন, যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এ কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দিকে সার্বক্ষণিকভাবে নজরদারি চলছে।