সারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দিতে এখনো গৃহবন্দী শতাধিক পরিবার

আজ সোমবার (১৫ই জুলাই) বগুড়ার সারিয়াকান্দিতে বন্যার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে রেকর্ড করা হয়েছে।

উত্তরাঞ্চলের হিমালয় ভারতের আসাম মেঘালয় রাজ্যে প্রবল বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলের সারিয়াকান্দিতে বন্যার সৃষ্টি হয়েছে।

প্রায় ৫ শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ গৃহবন্দী জীবন কাটাচ্ছেন। অন্যদিকে চরাঞ্চলের মানুষজন আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছেন।

সরকার বগুড়া জেলার জন্য ত্রাণসামগ্রী ৫০০ মেট্রিক টন চাল, ২০০০ শুকনো খাবার ও ৮ লক্ষ টাকা বরাদ্দ করলেও এখন পর্যন্ত ত্রাণ বিতরণ করা হয়েছে ৩ মেট্রিক টন চাল ও ১০০০ শুকনো খাবার।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ১৮ তারিখ পর্যন্ত বন্যা পরিস্থিতি অব্যাহত থাকবে এবং দূর্ভোগ আরো বাড়ার আশংকা জানিয়েছে।

শেখ শানিম হাসান রুদ্র।

এই বিভাগের অন্য খবর

Back to top button